//একলা থাকলে নীরবতা সাথী//


এই পারে নয়, ওপারেও নয়
এমন এক স্থানে থাকব
যে স্থান পাবে না কক্ষণো খুঁজে
নিজেই নিজেতে মাতব।


ভীড় থেকে দূরে নির্জনতায়
শুধুই শান্তি চাইব
অনেক কিছুই পাব না, তা জানি
যা পেয়েছি তাতে ডুবব।


একলা থাকলে নীরবতা সাথী
সাথী প্রকৃতির রূপ
প্রকৃতির সাথে মেশাব নিজেকে
সজাগ দৃষ্টি চুপ।


অনেকের সাথে থেকেছি এপারে
সময় দিয়েছি কাটিয়ে
ওপারে থাকার অভিজ্ঞতাও
দিই নি সাগরে ভাসিয়ে।


একসাথে থাকা এক সংসারে
অতি পুরাতন ঘটনা
সবাই থাকছে, আগেও থেকেছে
থাকায় ভিন্ন ধারণা।


একলা থাকার সুযোগ কী কম!
হয়ত সেটাই ঠিক
নিজেই নিজের ছায়া ভালবেসে
খুঁজে নেওয়া এক দিক।


সাথী গড়ে নিয়ে, দূরে ঠেলা নয়
দেওয়া প্রয়োজন সম্মান
একলা থাকার কামনা বাসনা
পূর্ব নির্ধারিত মান।


সুবীর সেনগুপ্ত