//একক ভাবনা//

কর্মধারায় দিয়ে প্রাণ
অপ্রকাশিত অভিযান
নিরালায় বসে নির্মাণ
নিজ আস্থার সন্মান
সাক্ষীর স্থান পূর্ণ হলো সময় দিয়ে
অন্তে কেবল তৃপ্তি ও খুশী গেল বহে।

সুবীর সেনগুপ্ত