//একশো বছর বাঁচতে কী চাই!//


পৌঁছে গিয়েছে শতকের ঘরে
এখনো থামেনি, যাবে কিছু আগে
কত আগে যাবে, তাঁর জানা নেই
তবে, অনুমান মনে তাঁর জাগে।


এই তথ্য কী কেউ দিতে পারে!
এই তথ্য যে ঢাকাই চাদরে
এমন চাদর, যা তোলা যায়না
এ চাদর ওঠে নিজে নড়েচড়ে।


কেউ কেউ পেয়ে যায় শত রান
শতক পেয়েই অবসরে মান
শত রান পাওয়া ছিল কি আশায়!
মানুষ চায় কি মৃত্যুর তান!


অর্ধ শতকে পৌঁছনো সোজা
সবাই পৌঁছে গিয়ে করে মজা
পঞ্চাসে নেই কোনো অবসর
এই বয়সে যে থামেনাও খোঁজা।


'শত' শব্দের খুব ব্যবহার
এক ব্যবহারে বয়স প্রচার
বয়স প্রচার কী কী প্রয়োজনে!
যাঁর প্রয়োজন, তারই ব্যাপার।


বয়সের কোন দশক সূচক!
পঞ্চাস ষাট সত্তর আশি!
তেমন কিছু তো আমার অজানা
জানে কি উকিল, নাকি জানে চাষী!


তাঁর সাফল্য তাঁর একার নয়
আরও মানুষের নাম যোগ হয়
সমাজে মানুষ থাকেনা একলা
বেঁচে থাকাটাই নির্ভরতায়।


একশো বছর বাঁচার মানে কী!
বলার মতন আছে কিছু নাকি!
কই বলব, সে অসাধারণ
আর এই বলা কারণে বৈকি।


তাঁর এই বাঁচা তাঁরই কৃতিত্ব
মৃত্যুকে দূরে রেখেছে চিত্ত
চনমনে ভাব, তাঁর এখন নেই
ভাবনার মন আজ তাঁর বিত্ত।


শতবর্ষের লোভ সকলের
হয়ত দু-একজন তা চায় না
এই লোভ কেন! অনেক ভেবেছি
ঠিক উত্তর খুঁজেই পাই না।


সুবীর সেনগুপ্ত