//একটি রাজ্য পাপের খেলায় লিপ্ত!//


হাঁটছি আজকে মিছিল ধরে
শিক্ষক হতে হবে যে কাল  
চাকরী পাওয়ার কথা আমার
বঞ্চিত হয়ে ধরেছি ঢাল|


বঞ্চিত কেন! চাইছি জবাব
আমার সাথে অনেক প্রার্থী
চাকরী হয়েছে সবই বিক্রী
তাই তো মিছিল, আর এই আর্তি|


সমাজ চলে একটি ধারায়
সেই ধারাতেই রাজনীতি
এতেই আছে ভোটের খেলা
জিতলে ক্ষমতারই নীতি|


ভোটের আগে সবার মুখে
সেবা দেওয়ার ফুলঝুরি
ভোটের পরে আর এক ছবি
সেবাই বদলে হয় চুরি|


কাউকে তো ভোট দিতে হবে
জিতবেও কেউ, তাই তো হয়
এর বাইরেও সমীকরণ
কখনো তো বদলে যায়|


সমীকরণ, সে যাই হোক-না
গড়েও ওঠে এক শাসন
সব ক্ষমতা কেন্দ্রীভূত
হয়েই শুরু অপশাসন|


কজন আছে রাজনীতিবিদ
সেবায় ডুবে থাকতে চায়!
বিতর্কে এই প্রশ্ন উঠবে
শূন্য উঠবে সমীক্ষায়|


যে ক্ষমতায়, সেই তো রাজা
মন্ত্রী তাঁরা প্রধান মুখ্য
তাঁদের নীচে বিভাগ জুড়ে
অনেক চেলা, যাঁরা অযোগ্য|


বিভাগ মন্ত্রী, বিভাগ প্রধান
তাঁর আদেশেই হচ্ছে চুরি
কোথাও কয়লা কোথাও গরু
কোথাও চুরি হচ্ছে চাকরী|


নাপিত করছে শিক্ষকতা
গাড়ীর চালক দেয় তালিম
চাকর কন্যা সেও শিক্ষক
শিক্ষা যদিও ঘোড়ার ডিম্|


নাপিত, চালক, চাকর-কন্যা
তারাই কেন শিক্ষাদাতা!
লাখ লাখ টাকা দিয়েছে যে
মন্ত্রী হয়েছে ত্রাণকর্তা|


বিভাগ মন্ত্রী জেলের ভিতর
বিভাগ অধিকারীও তাই
মুখ্যমন্ত্রী নয় বিহ্বল
মিথ্যে ভাষণ যাচ্ছে দিয়েই|


ছয়শত দিন রাস্তায় আছি
নিয়েই প্রতিবাদের কণ্ঠ
আর কতদিন রাস্তায় স্থান!
কদিন অত্যাচারের ঘন্ট!


পাপ ছাড়েনা পাপকে, জানি
কিন্তু কবে! জানিনা তো
পাপের অন্ত আসবে আসবে
তাই হয়েছে আগেও শত|

সুবীর সেনগুপ্ত