//একটি রাতের রাজা//


হোটেল খালি যতই থাকুক
দিতেই হবে টাকা
একটি রাতের রাজা হয়ে
অলস হয়ে থাকা।


টিপবে বোতাম, কেউ তো সামনে
করবে তুমি আদেশ
আদেশ পূরণ হতেই হবে
তেমনই নির্দেশ।


বাইরে যাবে, আসবে ফিরে
দেখবে পরিবর্তন
আবার পাবে গুছানো সব
দেখবে খুশী দর্পণ।


খাবার দাবার আসবে ছুটে
বাদ কি থাকে তরল
হাসি মুখে সেবায় ব্যস্ত
অনুগতের দল।


ইচ্ছে হলে হতেই পারো
অনেক রাতের রাজা
করতে হবে পকেট খালি
কেউ দেবে না সাজা।


রাজা, কিন্তু মুকুটবিহীন
সুখ তো অন্তহীন
তোমার সাথী সেও বাজাবে
ভাবনাবিহীন বীণ।


হোটেল সবার, বলব নাকি!
আমি বলার কে!
হোটেল কি নয় পয়সাওয়ালার!
তাই মনে হয় দেখে।


বিনোদনের কী কী সুযোগ!
স্বাভাবিক এক প্রশ্ন
যা চাইবে সব কিছুই পাবে
বিনোদনের যত্ন।


হোটেল কিংবা সরাইখানা
পান্থশালাও বলি
দূর গেলেই হয় প্রয়োজন
হোটেলে ঘর খালি।


শুধু ধনীর আজ আর নয়
হোটেল আজকে সবার
নামী দামী বৃহদ ছোট
পূরণ চাহিদার।


সুবীর সেনগুপ্ত