একটি মোমের আলো কত আর
উজ্জ্বল হবে, বলো তো!
একটি মোমের আলো হবে না তো
উজ্জ্বল, তুমি জানো তো|

একটি মোমের একটাই শিখা
দাউ দাউ জ্বলে না তো
একটি শিখাই নিয়ে মোম তার
শক্তি হারায় না তো|

মোমতাতো খুশী একটি শিখায়
তুমি খুশী নও, তাতে কি!
মোম তো জ্বলেনি, তুমি জ্বালিয়েছো
চাইলেই, বেশী পাবে কি!

এক শিখতেই কত কাজ হয়
সেটা কেন মানছ না!
ভুল তো ধরছ বিনা কারণেই
তাও তুমি ভাবছ না|

সূর্য একটা, শিখা তো অনেক
জ্বালানোর নেই দায়
সেই আলোতেই যাচ্ছ না কেন!
কেন মন মোমটায়!

জ্বালাতেই পারো মোমবাতি তুমি
এ তো সব্বার অধিকার
একটি শিখার আলো ভালবাসো
দেখবে নেই আঁধার|