পায়ের তলায় এতটুকু মাটি
অল্প মাটিতে কার অধিকার!
এখন তো আমি মাটির উপর
নয় কি অধিকারটা আমার!


এই অধিকার কতক্ষণের!
এগিয়ে গেলেই হারিয়ে যাবে
আর এক পায়ের তলায় গিয়ে
তার অধিকার মেনেই নেবে|


এই অধিকার কে চায়, বলো!
তোমার আমার সবার সমান
এই অধিকার থেকেই যাবে
এর মধ্যে নেই মান অভিমান|


জন্মের থেকে এই অধিকার
কে দেবেই মন এই অধিকারে!
অধিকারে আছে অনেক শরীর
শরীর থাকবে মাটির উপরে|


মাটি আর মাটি চারিদিকে মাটি
সবাই করতে চাইছে দখল
হচ্ছেও শুরু ঝগড়া কলহ
অধিকার হয়ে যাচ্ছে বদল|


পায়ের তলায় এক বাটী মাটি
এতটুকু নিয়ে জীবন চলেনা
অনেক মাটির লক্ষ জীবনে
অনেক তো আছে, কিন্তু পাই না|


আমার মতন অনেকে পায় না
এক বাটী মাটি নিয়ে থাকে খুশী
খুশী থাকা ছাড়া আর কি উপায়!
প্রতিবাদ প্রতিরোধে ক্ষতি বেশী|


কারোর ভাগ্যে মাটি আর মাটি
সে কপাল নেই তোমার আমার
পায়ের তলায় অন্তত থাক
এতটুকু মাটি জীবনে সবার|


এতটুকু মাটি সবার থাকুক