//গণতন্ত্রই ভালো//


ক্ষমতা দিয়েছে জনতার হাত
যা কিছু করার আছে অনুমতি
এই কী ভাবনা থাকে শাসকের মনে!
গণতন্ত্রের এটাই কী প্রকৃত মানে!


গণতন্ত্রকে সবাই মেনেছি
উন্নতি হবে, আশাও করেছি
সেটাই হয়না, এই ছবি চারিদিকে...
প্রতিবাদ করে কে নিজের ক্ষতি ডাকে!


ভোটে জেতা এক অনুজ্ঞাপত্র
চুরি দুর্নীতিতে ভরছে পাত্র
রক্ষক যাঁরা, তাঁরাও নিয়ন্ত্রণে...
সব হয়ে যায় শাসকের সম্মানে।


শাসক দলের আশেপাশে থেকে
যাঁরা সাধারণ, তাঁরা তেল মাখে
বদলে ছড়াতে থাকে শাসকের গুনগান...
রাজনীতি যেন শুধুই লাভের পরিমাণ।


রাজনীতি কোনো চাকরী যে নয়
ষাট না পেরলে হতে থাকে আয়
একবার জিতে পাঁচ বছরেরই রাজত্ব...
আবার জিতব, সে তো অনুমান তত্ব।


জনতার সেবা, বেশ দুটি কথা
বহুরূপী সেজে কথার নিবেশ
ক্ষমতা দিয়েছে বাহানার অনুমতি...
শাসক দলের সকলেরই উন্নতি।


দুবেলা অন্ন পেলে যথেষ্ট
জীবন যা ছিল, একই তো কষ্ট
তাড়িয়ে দিলেও অধুনার এই দল...
অন্য দলের থেকেও একই তো ফল।


প্রার্থনা ছাড়া কোনো আশা নেই
সৎ কোনো নেতা কচিৎ আসেই
মানুষের মনে জ্বলেও আশার আলো...
তাই তো এখনো গণতন্ত্রই ভালো।


সুবীর সেনগুপ্ত