//গড়েই ভাঙবে, তবুও গড়বে//


স্বপন ছুটছে শন শন করে
ঘুমিয়ে বা জেগে অষ্ট প্রহরে
জীবন দেখছে নব নব রূপ
আবৃত হয়ে স্বপন চাদরে।


নব নব রূপে নব অনুভূতি
চঞ্চল মনে নব নব গতি
বিষাদপূর্ণ বা আনন্দধারা
এক এক করে গড়ছেও স্মৃতি।


জীবন গড়া কী স্বপ্ন দিয়েই!
সঠিক জানিনা, মনে হয় তাই
অনেক স্বপন, কটাই বা পণ
যা হাতে নিই, প্রয়াস তাতেই।


কোন মনে নেই স্বপনের ছবি!
ঠিক যেমন আছে পৃথিবীতে রবি
মন কি স্বপনহারা হতে পারে!
হবেই না মন স্বপনে অভাবী।


জীবন স্বপন, স্বপন জীবন
মেনেই নিয়েছি এই দর্শন
এই দর্শনই মন জাগিয়েছে
জাগ্রত মনে খুশী আবরণ।


আশা-নিরাশার মিলনে স্বপন
এই মিলন থেকে যাবে আমরণ
বিচ্ছেদও হবে একই সময়ে
সেই সময়ের নেই প্রতিফলন।


কার হাতে স্বপনের চাবিকাঠি!
জানাই যায়নি কারো কোনো ঘাটি
নিহিত জ্ঞানেই স্বপনের রূপ
না হয় নকল, না হয় খাঁটি।


স্বপন দিয়েই গড়েছি আসন
রাখতে পারিনি সে আসনে তন
গড়েই ভেঙেছে, এ যেন নিয়ম
থামেনি কিন্তু আসন গঠন।


সব স্বপনের হয় না যতন
না হলেও স্বপনের আগমন
বঞ্চিত নয় কেউ পাওয়া থেকে
আকাঙ্খিত বা কাঙ্খিত ধন।


কখন যে হয় স্বপন আপন!
কখন আশংকারই কারণ!
এ সব ভাবনা শুধুই ভাবনা
স্বপন মনের অতি প্রিয়জন।


দেহ নশ্বর, যাবে অজানাতে
মনও কী তাই! হয়ত তা নয়
স্বপনের উপস্থিতি নিশ্চিত
দেহ হারালেই মন যে কোথায়!


সুবীর সেনগুপ্ত