//গতি হয়ে গেছে এই জীবনের অঙ্গ//


গতি ধরে রেখে চলা মুশকিল জীবনে
কমিয়ে বাড়িয়ে চললেই পাই মানে
চলা দরকার, সাথে প্রয়োজন গতি
গতিহীন হলে, চলাতে আসবে বিরতি।


কম গতি ভালো, স্থির হয়ে গেলে মন্দ
মন্দ মানেই, আগমন নিরানন্দ
গতি নিয়ে ধরা, গতিতেই প্রতি প্রাণ
অদেখা এই প্রাণ গতি নিয়ে অম্লান।


গতি গতি গতি, গতি এই প্রাণের শক্তি
আমি মনে করি একদম ঠিক উক্তি
প্রাণের মধ্যে আছে গতি অবচেতনে
গতি ওঠা নামা থাকবেও প্রতি চরণে।


নির্জীব কোনো বস্তুর নেই গতি
পরিবর্তনে বস্তুর নেই মতি
অবস্থানের তাও হয় পরিবর্তন
বহিঃশক্তি সেটার প্রধান কারণ।


গতির ভূমিকা আছে জয় পরাজয়ে
অল্প গতিতে হার নিশ্চিত বলয়ে
গতি বেশী হলে সময়ের সঞ্চয়
কথার গতিতে মানুষের পরিচয়


শরীরের গতি নির্ভর দুই চরণে
কাজ গতি পায় দুই হস্তের চলনে
রক্ত সঞ্চালনেও গতির দরকার
সুস্থ শরীর গতি নিয়ে করে কারবার।


গতিহীন হয়ে থাকতেও ভালবাসি
তার মানে নয় স্তব্ধ শরীরে ভাসি
শান্ত থেকেই শান্তির খোঁজ করি
গতির ভাবনা মন থেকে দূর করি।


বাড়তে বাড়তে গতি চলে গেছে রকেটে
অন্য রকম গতি নিয়ে ফোন পকেটে
গতি হয়ে গেছে এই জীবনের অঙ্গ
গতি চাই তাই দিচ্ছি গতিকে সঙ্গ।


সুবীর সেনগুপ্ত