//গুণ থেকে হয় মূল্যায়নের রূপায়ণ//


সুন্দর থেকে হবে সুন্দরতরো
সুন্দরতম তাও হয়ে যেতে পারো
এমন ঘটনা দৃষ্টিতে যায় মেখে
যত দেখি তত প্রশ্নেরই সম্মুখে।


আমি জীব তাই আমার এই জীবন
আমি ও জীবন কার আগে আগমণ!
নিশ্চিতরূপে জীবন এসেছে আগে
জীবন না হলে হতো কী আমার প্রবর্তন!


যা দ্রষ্টব্য তারই আছে এক স্রষ্টা
কখনো স্রষ্টা পরোক্ষ রূপেই জ্ঞাত
প্রত্যক্ষ বা পরোক্ষ, তা সে যাই হোক
স্রষ্টা যে আছে, সকলেই তাতে অবগত।


সকলের চোখে সুন্দর কেউ আছে কী!
নিজ চোখে সকলেই সুন্দর হয় কি!
এই জিজ্ঞাসা সকলের প্রিয় হয় কি!
জিজ্ঞাসা থাক কিংবা না থাক, তাতে কি!


তুমি সুন্দর, খুব সহজেই বলে থাকি
তুমি কুৎসিত, সেই কথা বলা যায় কি!
বললেই হবে বিঁধতে কথার বাণে
বলবই কেন যে কথার নেই মানে।


রূপে হয় নাকি জীবনের মূল্যায়ন!
গুণ থেকে হয় মূল্যায়নের রূপায়ণ
সুন্দরতর সুন্দরতম বা সুন্দর
এই প্রসঙ্গে যাওয়াই অবান্তর।


প্রতিটি মানুষ কারো চোখে হয় সুন্দর
কারো চোখে হবে কুৎসিত, তাও ঠিক
ভিন্ন ভিন্ন মনের ভিন্ন ধারণা
তাই সুন্দর আর কুৎসিত নয় প্রতীক।


খোঁজার জন্য মন খুঁজলেই হয়
সুন্দর মন মানে সে তো সুন্দর
আমি মানি এই ধারণাই সর্বশ্রেষ্ঠ
তোমার তর্কে তুমি করে থাকো ভর।


সুবীর সেনগুপ্ত