//জ্ঞান অনন্ত, থাকবেও তাই//


কিছু জেনে গেছি, কিছু বাকী আছে
সব জেনে যাব, সেই আশা নয়
পেয়ে গেছি কিছু জ্ঞানে পরিতোষ
আরও কিছু পেলে, নিয়ে তো নেবই।


কিছু জ্ঞান মানে কতটা যে জ্ঞান!
কিছু লোক বলে কমের সমান
সকলের তবে নয় এক মত
হতে পারে কম বেশী পরিমান।


কিছু কিছু জ্ঞান আছে সকলের
তা সে হোক ধনী কিংবা গরীব
কার জ্ঞান আসে কোন প্রকরণে
তা না জানলে কী হতে পারি ঋণী!


জ্ঞান বেড়ে যায় সাধারণভাবে
না চেয়েও হয়ে যায় এই বৃদ্ধি
এই বৃদ্ধিতে কেউ বাদ নেই
জ্ঞান থেকে আসে ঠিক উপলব্ধি।


কোনো কোনো জ্ঞান খুব উপযোগী
নিত্যনিয়ত বহু কাজে লাগে
আর কোনো জ্ঞান ঢোকেনা মাথায়
বোধহয় বুদ্ধি কম আমার ভাগে।


জ্ঞান সাগরের সমতুল্য কী হবে!
জ্ঞানের অন্ত পাওয়াই যাবে না
জ্ঞান পরিমাণ ক্রমবর্ধনে
বোকা হয়ে যাব খুঁজলে ঠিকানা।


কিছু তো জেনেছি, এই স্বান্তনা
কিছু নিয়ে খুশী আমি পেয়ে গেছি
যা যা আছে বাকী, থেকে যাক বাকী
বাকী যে থাকবে, তা তো জেনে গেছি।


সুবীর সেনগুপ্ত