রাগ করে মুখ কেন দেখাচ্ছ!
লুকিয়ে রাখতে পারো না!
বিষণ্ণ মুখ দেখাতেই পারো
বুঝব তোমার বেদনা|


মুখ দেখানোর প্রয়োজনটা কি!
না দেখে কি থাকা যায়!
ভাব বদলাতে পারা যায় মুখে
পাল্টে যায় না পরিচয়|


ভাব বদলানো খুব স্বাভাবিক
এতে তর্কের নেই স্থান
ক্ষণে ক্ষণে যদি ভাব বদলায়
এই মান নাকি অপমান!


ভাব বদলাবে, কেন বদলাবে!
স্থুল ভাবে বোঝা যায়
সুক্ষ বিচারে এই বিষয়ের
সূত্র যে নেই ধারণায়|


অভিব্যক্তির খুব প্রয়োজন
মনের প্রবেশ দ্বার
এই দ্বার খোলা রাখতেই হবে
নইলে সব অসার|


অভিমান ভরা রাগ রাগ মুখ
দেখে জাগে ভালবাসা
অশ্রুবিহীন ছল ছল আঁখি
মনে ভরে দেয় ভরসা|


রাগ কারো তুমি, আপত্তি নেই
রাগেতে হয়োনা অন্ধ
হাসি হাসি রাগ দেখাও আমাকে
আদরে করব বন্ধ|