//হয় একবার, নয় বহুবার//


একবার গান, সেই গানের সুরে তান
একবার নয়, বারবার বিশ্রাম।


একবার লেখা হবেনা কখনো, জানি
বারবার লিখে, বহু কথা কানাকানি।


একবার দেখে, বহুবার ভেবে থাকি
একবার শুনে, বহুবার ভুলি নাকি!


একবার যাই, একবার ফিরে আসি
একবার পুজো, বহুবার বাজে কাঁসি।


একবার কিনি, একবার দিই দাম
এক পথে যাই, দুই পাশে বহু গ্রাম।


সূর্য উদয়, একদিনে একবার
সূর্য অস্ত সেই দিনে নয় বহুবার।


রাখী-পূর্ণিমা একবার এক বছরে
সব উৎসব একবারই বছরে।


এক মাথা নিয়ে মানুষ জীবন পেয়েছে
বহু মাথা পেতে, রাবন কী হতে চেয়েছে।


এক সংগ্রামে, জীবন হয় না অন্ত
বহু সংগ্রাম, এক জীবনে জীবন্ত।


একবার স্নান, একবার পুজো হয় কী!
এ ব্যাপারে কিছু ঠিক করে বলা যায় কী!


একবার জেনে, কেউ কি থামতে পারে!
অনন্তবার ডুববে জ্ঞানের ভান্ডারে।


একবার রাত একবার দিন, চুক্তি
একবার বাধা পেলেই তো বিরক্তি।


প্রকৃত দাতাই করে বহুবার দান
একবার দানে হয়না তো কেউ অম্লান।


একবার গড়ি সবকিছু প্রথমবার
আবার গড়ার প্রয়াসেও মন সোচ্চার।


কোন কাজ হবে শুধু দুইবার, বলো তো!
বহু সন্ধান করেই থেমেছে ব্রত।


একবার মনে বসলে ভ্রান্ত ধারণা
বহুবার ভুগে যেতে যেতে খাই তানা।


একবার যদি মেনে নিই লোভ মিথ্যে
বহুবার জেগে ওঠে আনন্দ চিত্তে।


হয় একবার, নয় বহুবার বারবার
এই তো নিয়ম, পাওয়াও যাবে না নিস্তার।


সুবীর সেনগুপ্ত