নিঃশেষ করে দিইনি তোমায়
নিজেও হয়নি শেষ
পূর্ণ সফল না হয়েও আমি
মেনেছি জীবন বেশ|


আমার আধার বেশীটাই খালি
সে দিকে যায়নি মন
যা ভরেছে সেই অংশেই আমি
গড়েও নিয়েছি তপোবন|


শুভ্র খুঁজিনি, খুঁজিনিও কালো
চাইনি রঙ্গীন স্বপ্ন
তোমাকে পেয়েছি, সাথে কিছু কিছু
তাই নিয়ে আমি মগ্ন|


জীবন পাত্র কেন হবে ভরা!
ভরলে তৃষ্ণা শেষ
এই দর্শনে পাই বেশী বেশী
এটাই তো বিশেষ|


অসফল হব এই ভেবে আমি
করিনা তো কোনো কাজ
সফল না হলে খুশী হারায় না
কেন হবে বলো লাজ!


অল্প হলেও দিয়েছি তো কিছু
তোমাকে এই জীবনে
হয়েই যাও না আমার মতন
খুশী পাবে দর্শনে|