দিয়েছি নিয়েছি, নিয়েছি দিয়েছি
কখনো ভরেছি সুখের পাত্র
খালিও হয়েছে সময়ে সময়ে
যেমন হারিয়ে যায় নক্ষত্র|


দিয়েছে যখন, তখন নিয়েছি
এ ছাড়াও কিছু কিনেও নিয়েছি
কেনার জিনিস সব দরকারি
সখ করে কেনা থামিয়ে রেখেছি|


যা এসেছে হাতে তাই তো পেয়েছি
ক্ষোভ এ ভরি না তো মন অকারণ
দিয়ে আর নিয়ে পেয়েছি কি খুশী!
কি আর বলব, এই তো জীবন|


যা কিছু কিনেছি, দরাদরি করে
যথেচ্ছাচারের পাইনি তো স্বাদ
ইচ্ছাপূরণ কই আর হল!
করিনি কিন্তু কখনো বিবাদ|


যা দিতে পেরেছি, খুব সামান্য
দেওয়াও ছিল না ইচ্ছার দাস
সামাজিক ধারা মানতে হয়েছে
দেওয়ার পরেই দীর্ঘশ্বাস|


মানুষের বাঁচা স্তরে স্তরে বাঁধা
তোমার আমার স্তরও আলাদা
যতই নিম্ন হোক না সে স্তর
সেখানেও আছে খুশী গাদা-গাদা|


দিয়ে আর নিয়ে গড়ে ওঠে খুশী
সে খুশী নয় কি খুব ভঙ্গুর!
জড়িয়ে রাখতে পারে না এ মন
এ যেন স্মৃতিতে হারানোর সুর|


দেয়া নেয়া ঠিক ধর্মের মতো
নিস্তার নেই দেয়া নেয়া থেকে
ইচ্ছে ছাড়াই কত হয়ে যায়
ইচ্ছেতে হওয়া স্মৃতি হয়ে থাকে