//যা জেনে গেলাম, তাই যথেষ্ট//

অনেক কিছুই বুঝতে কষ্ট
তোমরা তো বুঝে যাও বেশ স্পষ্ট
বুদ্ধি কি কম! সেইটাই ভাবি
আবার প্রয়াসে সময় নষ্ট।

অনেক অনেক বুঝতে চাই না
জানার সুযোগ ছাড়তে চাই না
অনেক প্রশ্ন এসে যায় মনে
জবাব খুঁজতে মরিয়া হই না।

পেশাগত কাজে বেড়ে যাবে জ্ঞান
বাকী সব কাজে জ্ঞান অভিধান
জ্ঞানের পিছনে ছুটব না, তবু
জ্ঞানকেই দেবো মান সম্মান।

জ্ঞান আহরণ অতি উত্তম
হলেও জ্ঞানের পরিমাণ কম
জানতেও চাই, বুঝতেও চাই
তবে মন বলে, নয় হরদম।

সবজান্তার দলে আমি নেই
সব বুঝে যাবো, সেই আশা কই!
যা জেনে গেলাম, তাই যথেষ্ট
এতেই শান্তি অবধারিতই।

কত জেনে গেলে, জানা শেষ হবে!
তা হওয়ার নয় অভিনব ভবে
এমতাবস্থায় কেন আপসোস
জ্ঞান উপলব্ধি চলতে থাকবে।

সুবীর সেনগুপ্ত