ঐ দূরে দূরে শুক্র ও শনি
বৃহস্পতি ও মঙ্গল
গ্রহদের স্থান সব দূরে দূরে
গড়তে পারেনি দল।


গ্রহ নিয়ে চলে চর্চা জগতে
গবেষণা, তাও বাদ নেই
জানার কৌতূহল ভুল নাকি!
জানছি, আরো জানবই।


অনেক জেনেও এক জিজ্ঞাসা
ভূবন কি পুরো জানি!
জানি উত্তর, সব তো জানিনা
এখনো অজানা খনি।
//জানার কৌতূহল ভুল নয়//


রগে রগে আছে অনুসন্ধিৎসা
মানুষের এই ধর্ম
নিকট না জেনে ছুটি দূরে দূরে
এ কেমনতর কর্ম!


দূরের আকাশে গ্রহদের পাশে
শুধু শূন্যতা বিরাজে
তাৎপর্যপূর্ণ তথ্যকে জেনে
জানা আগ্রহ বেড়েছে।


নিজেকে জানিনা ঠিকঠাক করে
জানার লক্ষ্যে অন্য
মানুষের সহজাত প্রবৃত্তি
হই না প্রয়াসে দৈন্য।


যা কিছু সহজ, তাতে ধ্যান কম
জটিলে হই আকৃষ্ট
মানুষের মন সেটাই জটিল
জটিলতা নিয়ে কষ্ট।


প্রথমে নিকট, তারপরে দূর
সরল সমীকরণ
বলবই আমি এই সমীকরণ
অনন্য এক ধরণ।


সুবীর সেনগুপ্ত