//যে যাঁর মতন বেঁচেই আনুক মরণ//

হটাৎ কেন করছ বারণ!
যে কাজ করছি খুব সাধারণ
এ কাজ করছে হাজার হাজার জন...
পেটের সাধন এ কাজ থেকেই
এ কাজ আমায় করতে হবেই
তোমার বারণ আনতে পারে মরণ।

বারণ করার কী উদ্দেশ্য!
নষ্ট করতে চাও কি শষ্য!
এতে তোমার কোন ফলটা যে ফলবে!
দীঘির জলে মাছের ফলন
হয়না তেমন নদীর মতন
আমার জীবন আমার মতই চলবে।

নাক গলানো দাও-না ছেড়ে
মনটা রাখো নিজের ঘরে
তাতেই সবার ভালো, এটা জানবে...
সাহায্য হাত কেউ যদি চায়
নাও-না তাঁকে নিজের ছায়ায়
তখন করো ইচ্ছে মতো বারণ।

যে যাঁর নিজের ভাবেই থাকুক
সুখ আর দুখ নিজেই আনুক
স্বাধীন বাঁচায় সফলতার দর্শন...
ভিন্ন ভিন্ন খুশীর আমেজ
ভিন্ন মনে বিভিন্ন তেজ
যে যাঁর মতন বেঁচেই আনুক মরণ।

সুবীর সেনগুপ্ত