//জীবন মানেই নয় কী ছন্দ//


ছন্দে যখন বুঝতে পারি মন্দা
তখন লেখা নিজেই থেমে যায়
ছন্দ ছাড়া লিখতে চায় না মন
খাতা কলম বন্ধ করতে হয়|


ছন্দ আমার ভীষণ পছন্দের
ছন্দ ছাড়া লিখিনা, তা নয়
কিন্তু কিন্তু আমার ছন্দ চাই
ছন্দে লিখলে, জীবন ছন্দে রয়|


ছন্দ আমায় দেয় যে খুব আনন্দ
ছন্দ ধরেই চলতে থাকি পথে
অন্য কাজেও ছন্দ আমার সঙ্গী
তাই তো এমন চাওয়া মনোরথে|


সুদূর আকাশে সব কিছু ঘূর্ণনে
অস্থির নাকি, কখনোই তা তো নয়
ছন্দে ছন্দে ঘুরেই চলেছে আকাশে
ছন্দই যেন মহাবিশ্বের আঙিনায়|

ছন্দে ছন্দে শরীরের সব অঙ্গ
সেই কারণেই প্রাণ হলো চলমান
ছন্দ কাটলে সমস্যার সম্মুখীন
এসে যায় মনে ছন্দ শুধু তখন|


প্রকৃতি মানছে ছন্দ, মানছে যন্ত্র
বিনা ছন্দের কী আছে জীবনে, বলো
ছন্দ এবং তাল নিয়েই তো নাচ
কবিতা ও গানে ছন্দই লাগে ভালো|


ছন্দবিহীন ভাবনাগুলোয় জড়ালে
যে কোনো কর্মে ভ্রান্তি চেপে ধরবে
চিন্তাতেও তো চাই ছন্দের ছোঁয়া
জীবনের মানে ছন্দেই পাওয়া যাবে|


জীবনের পথে ছন্দকে নিতে হবে
তার বাইরেও হয়ত জীবন যাবে
গেলেও, ফিরে আসবেও নিশ্চিত
ছন্দে ছন্দে লেখাও চলতে থাকবে|


সুবীর সেনগুপ্ত