বলেছিল আর দেখবে না মুখ
করেছিল প্রস্থান
মানতেই হবে, মেনেও নিয়েছি
দিচ্ছিও সন্মান|


চেয়েছিল একদিন এই মুখ
সেদিনের ছবি স্পষ্ট
প্রত্যাখ্যান করিনি সে চাওয়া
দিতে যে চাইনি কষ্ট|


আগে চাই, তারপরেই তো পাই
যে আনন্দ হয় পেয়ে
কেন যে থাকেনা সেই আনন্দ!
উবে যায় হাওয়া হয়ে|


যাওয়ার কারণ জানায়নি সে
জানিয়ে যায়নি ঠিকানা
জানালে হয়ত ভাবতেই হত
মেলতেই হত ডানা|


আমার মুখ সে দেখছে না আজ
হয়ে তো যায়নি অন্ধ
চারিদিকে মুখ দেখতেই হবে
দেখে যেন জাগে ছন্দ|


প্রতি বছরেই এই দিনটায়
তাঁকে মনে পড়ে যায়
সেই বছরের এই দিনটাতে
এসেছিলো আঙিনায়|


চলে গেছে, তাতে ক্ষোভ করছি না
ক্রোধ, সে তো দূর অস্ত
অভিজ্ঞতায় ভরেছে এ মন
হইনা মোহগ্রস্ত|


যাবে বলে কেউ আসে না তো পাশে
কেন যায় সেটা জানো কি!
তরল এ মনে ভরা কোলাহল
সব বদলায়, মানো কি!