স্বচ্ছন্দের জীবন চেয়েছি
স্বচ্ছ জীবন চাইনি
নিজেই জেনেছি ভুল এ চাওয়ায়
ভুল ঠিক করা হয় নি|

রঙ বেরঙের গোলাপ চেয়েছি
দিতে হবে উপহার
গোলাপ হয়েছে শুধুই প্রতীক
বিশেষ দিনের সম্ভার|

বার্তা খুঁজেছি শত শত কার্ডে
দোকানের পরিসরে
বার্তা পেয়েছি, লাগাই নি কাজে
থেকেছে কার্ডের আদরে|

দুর্গম পথ মাপতে চেয়েছি
কেউ শ্রম দিয়ে মেপেছে
সে পথে চলছি অতি অনায়াসে
তার কথা হারিয়েছে|

খেলতে চেয়েছি বুদ্ধির খেলা
শিখেও নিয়েছি খেলতে
খেলতে ডাকলে, খেলি না সে খেলা
চাই বাহানায় ডুবতে|

কি যে সংযম জানতে চেয়েছি
জেনেও গিয়েছি সংযম
মানতে গিয়েই বুঝতে পেরেছি
জানা ছিল শুধু ভ্রম|

চেয়েছি না হোক কোনো অপচয়
অপব্যয় তো চাই নি
সহজে হয়েছি বৈরালব্রতী
তর্ক করতে ছাড়িনি|

সরল একটা জীবন চেয়েছি
অভাব চাই নি জীবনে
সরল জীবনে থাকতে পারিনি
ছুটেছি ধনের পিছনে|

স্বচ্ছ জীবন কেন যে চাই নি
সেটাই এখন আফশোষ
শত শত দোষ ছেয়েই ফেলেছে
এই শরীরের শত কোষ|