//জীবনের এক অনন্য দ্বার, ভাবনা//


যাই ভেবে থাকি
তাই করে থাকি...
এটাই উচিৎ
সেটা মনে রাখি...
ইচ্ছা হয়না নিজেকেই দিই ফাঁকি।


যাই ভেবে থাকি
নয় সামান্য...
বহু পরিমাণ
নয় বরেণ্য...
বাকী সামান্য নিয়েই জীবন ধন্য।


যাই ভেবে থাকি
বেশী অনাহুত...
এসে চলে যায়
প্রায় অবিরত...
করে না আমাকে সেরকম বিব্রত।


যাই ভেবে থাকি
দৃঢ়তার সাথে...
সেইগুলো থাকে
হিসেবের খাতে...
যত্নেই রাখি হৃদয়ের এক কোণেতে।


যাই ভেবে থাকি
সব আমার ধন...
ভাগ দিতে হলে
হইনা কৃপণ...
যদি গ্রহীতাও দিতে চায় তাঁর মন।


যাই হোক ভাবনা
সে একরকম...
ভীতির ভাবনা
জুড়ে থাকে ভ্রম...
এমন ভাবনা করেই মন জখম।


যাই হোক ভাবনা
কিছু তো অলীক...
কিছু বাস্তব
কিছু মানবিক...
ভাবনা সদাই প্রবাহিত, নয় বার্ষিক।


ভাবনা আমার
ভাবনা সবার...
এই জীবনের
অনন্য দ্বার...
ভাবনা দিয়েই হই আনন্দিত বা দূর্বার।


সুবীর সেনগুপ্ত