//জীবনের পথে ছন্দই চাই//


দেখলেই কোনো জিনিস সামনে
মন ঝুঁকে পড়ে ছন্দের টানে
খুঁজে বার করি একটা ছন্দ
কবিতাতে সেই ছন্দ বন্ধ।


ছন্দ খোঁজার এই যে প্রয়াস
এ তো সাধারণ ইচ্ছা প্রকাশ
তার ফলে যদি কিছু গড়ে ওঠে
বলব কি অনাসৃষ্টি জগতে!


যা দেখি, তাতেই ছন্দের ছোঁয়া
মনে প্রবাহিত ছন্দের হাওয়া
ছন্দ সাজাই খাতার পাতায়
সাজানোর শেষ হয় কবিতায়।


ছন্দ কি শুধু কবিতার সাথে!
কিংবা নৃত্যে তালে তালে ঘটে!
ধারণা যে ভুল, বলছে দৃষ্টি
ছন্দ ছাড়া কি থাকত সৃষ্টি!


জীবনের পথ চলতে যা চাই
সে তো কিছু নয়, শুধু ছন্দই
ছন্দে চলেই সুখ পরিণতি
হয়ে যায় সব চাওয়ায় বিরতি।


আমার চাওয়াতে ছন্দের টান
তুমি কি এড়াতে পারো এই টান!
ছন্দের টানে জীবন সফল
কামনা বাসনা হয় উজ্জ্বল।


সুবীর সেনগুপ্ত