//জিজ্ঞাসা থেকে জবাব//


কিছু বলে, তুমি জবাব চাইছ
বুঝতে তো দাও কোথায় তফাৎ
গতকালও এই কথা বলেছিলে
বলেওছিলাম কিছু তৎক্ষণাৎ।


আজকের কথা আগামীতে বলা
এই প্রয়োজন খুব স্বাভাবিক
আগামী মানে কী কয়েক ঘন্টা!
কয়েকদিন কী বলা হবে ঠিক!


কথার অভাবে জবাব কোথায়!
হাওয়াতে জবাব কেউ দেবে নাকি!
কথার পরেই আসবে জবাব
নাও যদি আসে, বলব না ফাঁকি।


মন মনে রাখে, যা খুব জরুরী
এই গুণ আছে প্রতিটি মনের
গুণ থাকলেই কেবল হবে না
চর্চা না হলে কী দাম গুণের!


স্থির সংকল্পে আসা দরকার
যে কথায় সার, মনে রাখবই
এই প্রতিজ্ঞা দিয়ে দেবে লাভ
সার কথাগুলো মনে থাকবেই।


আবার শুনতে চাইব জবাব
থাকবেও তাতে একটা কারণ
কারণ থাকলে, পুনরাবৃত্তি
যদিও তা নয় কাঙ্খিত ধন।


জবাব হোক বা বলি উত্তর
এর কী আছেই খুব প্রয়োজন!
এই প্রয়োজন নিশ্চিত নাকি!
নিশ্চিত নয়, জানা প্রয়োজন।


তবে জিজ্ঞাসা খুব নিশ্চিত
তোমার আমার সামনে আসবে
কিছু কিছু পাবে জবাবে তৃপ্তি
বাকীগুলো বিরক্তিকেই ধরবে।


আসবে প্রথমে এক জিজ্ঞাসা
পরে পেয়ে যাবে জবাব সুযোগ
সুযোগের ব্যবহার কী হবেই!
এখানেই' 'মনে রাখা' হয় যোগ।


জবাব এবং জিজ্ঞাসা নিয়ে
কোনো নিয়মের পাই না তো খোঁজ
মনে হয় প্রতিবারই অনন্য
অনেক ভেবেছি, বাড়াব না বোঝ।


সুবীর সেনগুপ্ত