//জ্ঞান আহরণে প্রথম শর্ত ইচ্ছা//


জানতে চাও না, তাই তো জানোনা
এটাই কী নয় সঠিক ঘটনা!
সঠিক না মেনে ভুল বলো যদি
তুমি ভুল সেটা বোঝাতে যাবো না।


জানতে চেয়েও জানতে পারিনা
সেটা জানা নয় বুঝতে পারিনা
কী বুঝতে চাই তা তো জেনে গেছি
জানলেও, বোধগম্য হয় না।


পাহাড় কোথায় জানতেই চাওয়া
জানার পরে কী করি পিছু ধাওয়া!
করি বা করিনা প্রশ্ন তা নয়
প্রশ্নটা জ্ঞান, তাই জেনে নেওয়া।


জানার জন্য দেখা আর শোনা
বই পড়ে পড়ে হয়ে যায় জানা
কী ভাবে জানব, নিজেরই ইচ্ছে
ইচ্ছা তো নয় শুধু কল্পনা।


জানব, জানব, ওটা কি জানব
শুধু কী এ কথা ভাবতে থাকব!
ভাবতেই পারি, এ তো ভুল নয়
কেবল ভাবনা পথ দেখাবে না।


ভাবনার সাথে জুড়লে শরীর
মন হয়ে যাবে কর্মঠ নীড়
কর্মঠ নীড় জ্ঞানের প্রেরণা
জ্ঞান বাড়বেই, থাকবে না স্থির।


জ্ঞান কেন নেওয়া, কার কী যে মত!
মত যাই হোক, নিই কী শপথ!
শপথ পালন করি বা করিনা
সকলেই নিই জ্ঞান আলবৎ।


জ্ঞান আহরণে প্রথম শর্ত
জ্ঞানের ইচ্ছা থাকলে অর্থ
ইচ্ছাও হতে পারে কম বেশী
তবে পুরোপুরি হয় না ব্যর্থ।


ইচ্ছে বিহীন জ্ঞান এসে যায়
সব্বাই এই সুযোগে জড়ায়
এই সব জ্ঞান একই রকম
কারো মনে নেই কোনো সংশয়।


বিশেষ জ্ঞানের অধিকারী হওয়া
ইচ্ছমতন নয় গান গাওয়া
বিশেষ জ্ঞানের বিশেষ ভাবনা
করে যেতে হবে ইচ্ছা কে ধাওয়া।


সব্বাই সব বিষয় জানবে
সকলের জ্ঞান এক হয়ে যাবে
এ যেন সকলে সদাই সুস্থ
কল্পনাতেই ভাবনা থাকবে।


জ্ঞান অবিশেষ কিংবা বিশেষ
সব্বার অধিকারে এই আবেশ
জানার ইচ্ছে হলে, সম্ভব
নইলে তো জ্ঞান দূরের বিদেশ।


সুবীর সেনগুপ্ত