//জনতার দূত, নাকি নীতিভ্রষ্ট//


ক্ষমতার লোভ, এ কী এক রোগ!
অর্থের লোভ তার সাথে যোগ
অর্থ-ক্ষমতা এই দুটো পেতে
মিথ্যের সনে হলো সংযোগ।


মিথ্যেগুলোকে বানিয়ে সত্য
বিকৃত করে প্রকৃত তথ্য
জনতাও গিলে নিল সবকিছু
ক্ষমতায় এলো, আর হলো ধূর্ত।


এই তো কাহিনী গণতন্ত্রের
সমাজের মাঝে তাই গর্বের
একবার হলে গণপ্রতিনিধি
কেল্লাই ফতে প্রতিনিধিদের।


আমাকে ডাকছ তুমি নাম ধরে
নাম না থাকলে, ডাকতে কী করে!
নাম কী শুধুই ডাকার জন্য!
নাম কি আনেনা খ্যাতি ধরে ধরে!


জনপ্রতিনিধি জনতার দূত
দূত হয়ে ভাবে নাকি সেই রাজা!
ভাবে যেন এই প্রদেশই তার
আপত্তি জানালে দিয়ে দেয় সাজা।


অসৎ কর্ম করে অহরহ
হতে থাকে ধনী দিন প্রতিদিন
ক্ষমতার করে অপব্যবহার
বশে রাখে আপামর জনতাকে।


জনতার দূত রাজনীতিবিদ
এরাই দেশের হয় কর্ণধার
পাঁচ বছরের ক্ষমতার জোরে
গণতন্ত্রেকে করে ছারকার।


বিপজ্জনক বিপজ্জনক
কাকে দিই ভোট চিন্তা না করে!
সঠিক বিচার করতেই হবে
গণতন্ত্রকে বাঁচাবার তরে।


সুবীর সেনগুপ্ত