//কাজ নির্ধারণে অভিলাষ আর পারদর্শিতা//


হয় তা কবিতা নয় তা গল্প
লিখতেই চাই অল্প অল্প
লিখতেও থাকি দৈনন্দিন
যদিও লেখার আছে বিকল্প|


কী বিকল্প আছে যে লেখার!
'শোনা' হবে নাকি বিকল্প তার!
বলতে কী পারি 'বলা' বিকল্প!
দেখা শোনা বলা সাময়িকতার|


লেখা এক কাজ, মানতেই হবে
কিন্তু এ কাজ না করলেও হবে
দরকারী নয়, তাও কেন ভাবি!
ভাবলেও, এটা ভুল নয় ভবে|


বহু বহু কাজ বিশেষজ্ঞের    
অনেক কাজই শুধু পেশাগত
রান্না করতে চায় না সকলে
আহারে কিন্তু সকলেই রত|


বিশেষজ্ঞের তকমা ছাড়াই
বিশেষজ্ঞের কাজ করে যাই
আইনানুযায়ী করতেই পারি
ব্যর্থ প্রয়াসে শুধু ভুল পাই|


সকলে আমরা নই পেশাদার
পেশাগত কাজে দিয়ে ফেলি হাত
কী যে করব তা নিজেরই ইচ্ছা
ইচ্ছাতে করি, ভুল করে কাত|


লেখা কারো পেশা হতেই তো পারে
নিশ্চয়ই হয়, তাও নিজ ইচ্ছায়
লেখা আর পড়া মনে হয় শখ
সৌখীনতার দলে ফেলা যায়|


খ্যাতি পেয়ে গেছে গান গেয়ে গেয়ে
হয়ে গেছে পেশাদার এক শিল্পী
অনেকেই আছে নয় পেশাদার
গান ভালবাসে মুখে গান লিপি|


লেখা ভালবাসি পড়তেই পারি
লিখতে বসলে ভাবি কী লিখব
লেখার যে স্বাদ পড়ে পড়ে পাই
শুধু ভেবে যাই কখন পড়ব|


বলছি না আমি লেখা অনন্য
প্রতিটি কাজের মত সেই কাজ
অভিলাষ আর পারদর্শিতা
নিশ্চিত করে কোন কাজে রাজ্|


সুবীর সেনগুপ্ত