//কে হবে সঙ্গী!//


সব সময়ের সঙ্গী কী চাই!
এর উত্তর ঠিক কিছু নাই
অন্বেষণের মাঝে পড়ে থাকি
অন্বেষণের অন্ত যে চাই।


অন্বেষণের শেষ যে পাবোনা
সেই বিশ্বাস হয়ে গেছে বোনা
অন্বেষণ কী তবে ছেড়ে দেবো!
ছেড়ে দিতে পারি, কিন্তু হয় না।


সঙ্গী না চেয়ে থাকবে না কেউ
সঙ্গীকে সাথে নিয়ে ওঠে ঢেউ
ঢেউ ভেঙে যাক নেই কামনায়
পলে পলে চাই ঢেউ থাক তটে।


সঙ্গী কী পাই, শুধু চাইলেই!
কে হবে সঙ্গী! তাও জানা নেই
সম্ভাবনার কথা আসে মনে
তাতে কার কার মুখ দেখতে পাই!


জনমের পরে মা'র ছায়াতেই
মা থাকে সঙ্গে সঙ্গী রূপেই
আরও কতজন সে সময় সাথে
এক সময়ের পরে একলাই।


জীবনের ভার এসে যায় হাতে
এই ভার নিয়ে হবেই চলতে
কোনোভাবে নেই এর থেকে ছুট
অব্যাহতি কী সঙ্গীর সাথে!


সঙ্গী খোঁজার কাজটি নিজের
সম্পূর্ণ ভাবে নিজেরই দায়
পেলেই, নেচে উঠি আনন্দে
স্থায়ী আনন্দ কই আঙিনায়!


দেবে নাকি কেউ এর সমাধান!
দিলেও কী দেবে একটি প্রমাণ!
প্রমাণ চাই না, চাই তো সঙ্গী
শুধু আসুকনা সঙ্গীর তান!


সঙ্গীকে পেলে রাখতেই হবে
কিছু আপোষের সাথ দিতে হবে
মানিয়ে নেওয়াই আসল মন্ত্র
স্থায়ী আনন্দ মনেও জুড়বে।


সুবীর সেনগুপ্ত