//কেবল শোনার ইচ্ছাই নাই//

বলতে না দিলে, শুনব না আমি
প্রস্থানের পথ খুঁজব
ভাব প্রকাশের সুযোগ আমি চাইব|

শুনব, আমিও শুনতে থাকব
সব বক্তারই কথা
শুনলে, খুলবে জ্ঞানের নতুন পাতা|

বলার সময় আমাকেও দিতে হবে
আর এই দাবী অবিচল
মিলিত কথার থেকেই আসবে ফল|

নিজে যা বলব, মনোযোগ দিয়ে শুনব
তবেই বুঝব প্রভেদ কোথায়
বাকীদের কথা তুলে এনে তুলনায়|

সকলে বললে, আলোচনা যায় লক্ষ্যে
চাই আত্মপক্ষ সমর্থন
সব কথা শেষে স্থায়ী সিদ্ধান্তে আগমন|

ভাষণ শোনার জন্য আসিনি আমি
সক্রিয় আলোচনা চাই
শুধুই শোনার কোনো ইচ্ছাই নাই|

সুবীর সেনগুপ্ত