//কেন হতে থাকে অপচয়!//


হয়ে যেতে পারে, হয়েও তো যায়
স্থানে স্থানে খাদ্যের অপচয়
অপচয় হয় অম্লানবদনে
এ যেন হওয়ার, তাই মনে হয়।


অপচয় শুধু খাবারের নয়
সব কিছুতেই দৃশ্যত হয়
খাদ্যের অপচয় স্বতন্ত্র
মানবিকতার এতে হয় ক্ষয়।


দেখা অপচয় বলাই যায় না
অবাধেই দেখা, নেই কোনো মানা
কী দেখব আর কী দেখব না
নিজ ইচ্ছায় দেখার সীমানা।


কান খোলা থাকে, খোলা থাকে মন
যে কোনো শব্দ শ্রবণ যে হয়
নিয়ন্ত্রণে আনা যায় নাকি!
বেশী শুনলে কি হবে অপচয়!


এক থেকে বেশী প্রেমের কবলে
ভালবাসা অপচয়ের দখলে
এই অপচয়ে মন অশান্ত
প্রেম ভালবাসা মরেও অকালে।


কথা অপচয় নিশ্চয়ই হয়
বিনামূল্যের কথা, নেই ভয়
বেফাঁস কথার অপচয় হলে
ক্ষতিপূরণের পথ খুলে যায়।


পরিকল্পিত কাজ না হলেই
অপচয় নিয়ে ভুগতে হবেই
তারপরেও তো কাজ হয়ে যায়
তখন কি অপচয় ভুলে যাবেই!


বলে থাকি সময়ের অপচয়
এই বলা নির্ভুল মনে হয়
অহেতুক কথা হেতুর উর্দ্ধে
উটকো কথার আড্ডাতে জয়।


থেমে গেলে খাদ্যের অপচয়
অনেক ক্ষুধার সমাপ্তি হয়
ধনীদের খুশী গরীবের দায়
মনুষ্যত্ব কেন যে হারায়!


সুবীর সেনগুপ্ত