//কেন হয় কৈফিয়ত দরকারী!//


করে করে অবজ্ঞা, না জেনেই সংজ্ঞা
বুঝিনি তো লেগে যাবে এরকম দাঙ্গা।


বারবার করে চুরি, ভাবি চুরি আহামরি
ধরা পড়ে গিয়ে বুঝি, চুরি হলো খুব ভারী।


যা ইচ্ছা তাই বলে, সমাগম ও আসরে
আগে কেন ভাবিনা, ঝগড়া লাগতে পারে!


ধরে বেঁধে রেখে ভাবি, হারাবে না এই ছবি
ভাবনা মিথ্যে হয়, হারিয়ে যে ফেলি চাবি।


চুপিচুপি কথা বলে, গোপন রাখতে চাই
ভাবতেই পারিনা যে, গোপন দূরের ছাই।


সত্যের ভান করে, মিথ্যেকে রাখি দূরে
ভুল তো তখন বুঝি, দুর্দশা এলে ঘরে।


ছলে বলে কৌশলে, সফলতা হেঁশেলে
সফলতা পুড়ে গেলে, ভাবনা অতীত ভুলে।


চেতনাকে ধোঁকা দিয়ে, বেশ চলি তীর ছুঁয়ে
অভাবিত ঢেউ এসে, ধোঁকা কী যায় বুঝিয়ে।


যা খুশী করতে পারি, যা খুশী বলতে পারি
পরে কেন হয় বলো, কৈফিয়ত দরকারী!


সুবীর সেনগুপ্ত