//খালি শুধু মহাকাশ//


খালি মাথা খালি মন
চায় কি এই জীবন!
খালি মনে বাসা গড়ে শয়তান
ব্যস্ত থাকলে কাজে, আসে ভ্গবান।


কোনো কিছু খালি নয়
ভূবনের আঙিনায়
কিছুই না থাকে যদি, থাকবেই হাওয়া
বিধির বিধানে আমাদের এই পাওয়া।


খালি খালি কথা বলা
পাগলের পথ চলা
অকারণে কথা নয় কখনো কাঙ্খিত
যদিও এই ঘটনা খুবই পরিচিত।


খালি হলে জলাধার
ভরা হয় বারবার
না হলে কী ফেলে দেবো জলাধার!
খালি, তবু প্রয়োজনে আসে বারবার।


টিকিট কাটতে গিয়ে
আসনের আশা নিয়ে
খালি না থাকলে আমি পাবোনা আসন
তাই তো বলতে চাই খালি প্রয়োজন।


খালি ঘরে একা একা
নিঃসঙ্গ জীবন ফাঁকা
চেয়ে থাকি এক সাথী নিরন্তর
সাথীর অভাবে হই কাজে নির্ভর।


শুনি, মহাকাশ খালি
নেই হাওয়া ধুলোবালি
মহাকাশ, সে তো শুধু আছেই খবরে
এ তো নয় কোনো দেশ, পৌঁছব উড়ে।


সবকিছু খালি হয়
কোনো না কোনো সময়
খালি হওয়া সাধারণ একটি ব্যাপার
খালি হবে ভরে যাবে আবার আধার।


সুবীর সেনগুপ্ত