//খবর হবেনা স্থিরীকৃত//


সুনির্দিষ্ট একটা খবর
যার প্রতীক্ষা করা হয়ে থাকে
সুনির্দষ্ট সময়ে না এলে
আশঙ্কাতেই মন যায় ঢেকে।


খবর আসছে এখন তখন
এসব খবরে প্রতীক্ষা নেই
বিশেষ খবর আপন খবর
তার প্রতীক্ষা হয়ে তো যাবেই।


সুনির্দিষ্ট খবর আসবে
জানা আছে, তাই করা প্রতীক্ষা
দুই-এক দিনের মধ্যে আসবে
আসার পরে কী হবে সমীক্ষা!


সব কাজে ফল তখনই হয় না
অনেক কাজের প্রক্রিয়া আছে
প্রতীক্ষার তো তখনই প্রশ্ন
সুখবর এলে, সব হৃদয় নাচে।


ডাকঘর আছে, ডাকঘর ছিল
ভবিষ্যতে কি হবে তা জানিনা
কম গুরুত্বে আজ ডাকঘর
হলেও কিন্ত খবর থামে না।


কী ভাবে গড়বে, কখন গড়বে!
খবর গড়বে, গড়তেই হবে
এই প্রত্যয় শুধু কী আমার!
এই প্রত্যয় কার না থাকবে!


আজকে খবর, কালকে খবর
কোনোটাই নয় সুনির্দিষ্ট
হবেনা কখনো স্থিরীকৃত
স্থির খবরে যে মন অতিষ্ট।


সুনির্দিষ্ট খবর কী স্থির!
আগে থেকে জানা খবর আসবে
শুধু জানা নেই ভালো কী মন্দ
তাই তো প্রশ্ন স্থির কেন হবে।


একটা খবর কেউ জানবে না
এই অধিকার শুধুই আমার
খবরে স্ফূর্তি কিংবা বিষাদ
যাই হোক, সেটা কেবল আমার।


সুবীর সেনগুপ্ত