//খুব সাধারণ অবাক হওয়ার ঘটনা//


মনে হয়েছিল অবশ্যম্ভাবী
চোখ দুটি হয়েছিল খুব বড়
অবাক হলেই আঁখিদ্বয় প্রসারিত
সহজ ঘটনা সহজ হয়ে দৃশ্যত।


ঘটনার সাথে হয় পরিচয়
প্রতি রোজ প্রতি ক্ষণে হয়ে যায়
অধিক প্রয়াস হয় না তো প্রয়োজন
সাধারণ তাই নেই কোনো আয়োজন।


আশ্চর্য করার মতন ঘটনা
দুর্লভ নয়, শুধুই অজানা
অজানা বলার কারণ চোখের আড়ালে
জানবার পরে সাধারণ হয়ে এলেবেলে।


যতক্ষণ না জানছি দেখছি
কৌতূহলের ভিতরে থাকছি
যেই না আসলো দৃষ্টির সীমানায়
অবাক হওয়ার গভীরতা কমে যায়।


স্তম্ভিত হয়ে জ্ঞান চলে যাওয়া
নিশ্চিত নয় এরকম হওয়া
তাঁদেরই হয় যাঁরা ভয় ভীতি শঙ্কায়
বাকীরা হলেও স্তম্ভিত, চোখ সহে নেয়।


যে ঘটনায় হয় সবাই অবাক
সেই ঘটনাই করে হতবাক
তেমন ঘটনা নিশ্চিত করে বিরল
এতে নেই কোনো ভয় ও ভীতির কল্লোল।


ভয় পাওয়া নিয়ে প্রশ্ন হয় না
এ নয় দোষের, সকলের জানা
বিস্মিত হয়ে যাওয়া তাই নয় ভুল
কোনো কোনো ঘটনাও হয় প্রতিকূল।


সুবীর সেনগুপ্ত