কোনো একদিন আসবে, যখন
বিশ্বাসে ঘোর কাটবেই
কি কারণে এই প্রাণের সৃষ্টি
যখন জানবে সকলেই|


কত দূরত্বে আছে সেই দিন
অজানা বিশ্ব কোণে!
আছে কি না নেই, সেটাও অজানা
এ কারণ অনুমানে|


কারণ আছেই স্থির বিশ্বাস
কারণ হলেই ঘটনা
প্রাণের সৃষ্টি ঘটনা কি নয়!
মানতে কোথায় মানা!


বিশ্বাসে ঘোর, ভাবনা বিভোর
বাস্তব ধরে চলে না
সব অনুমানই ভাবি যথার্থ
কোথায় মিথ্যে, বলো না!


বিশ্বাসে আনা যায় না তর্ক
নিষেধ করাও মুশকিল
বিশ্বাসে আছে অহং এর ছোঁয়া
সব বিশ্বাসে কি যে মিল!


প্রাণের সৃষ্টি, প্রাণের ধ্বংস
অবিরাম ঘটে চলেছে
এর কি বিরাম হবে কোনোদিন!
জিজ্ঞাসা মনে ঘুরছে|


প্রাণ তো অংশ এই প্রকৃতির
প্রকৃতির মতে চলবে
সেই মতটাই জানতে চাইছি  
কেউ কি জানাতে পারবে!


কি যে শাশ্বত এই ব্রহ্মাণ্ডে!
হতে পারে কিছু জাগতিক
বিজ্ঞান এতে দেয় না যে সায়
এমন ভাবা কি স্বাভাবিক!


কোনো একদিন আসবে যে কবে
কত অপেক্ষা করব!
খুবই ভঙ্গুর এ প্রাণের আয়ু
কতদিন আর ভাবব!