আর খেলব না ভালবাসা খেলা
সইতে পারিনা এ খেলার ঠেলা
পেয়েছো কি খুঁজে হার কিবা জিৎ!
সকলের হার এটাই তো রীত|


জিৎ নেই তবু, এ খেলাই খেলি
ভালবাসা পেয়ে পাখনাও মেলি
তুমি হেরে যাও, আমি হেরে যাই
বেশ মজার না এই খেলাটাই!


খেলে পস্তাই, না খেলেও তাই
ভালবাসা ঠিক এমন ধারাই
কতই তো খেলা ভুবনের পরে
সবাই কি সব খেলা খেলে মরে!


কেউ নেয় এটা, কেউ নেয় ওটা
খেলতে চায় না খেলা সবকটা
নিয়ম কানুন হয়েছে শক্ত
প্রায় সব খেলা পেশাতে যুক্ত|


ভালবাসা খেলা কিচ্ছু মানে না
নিয়ম পেশার ধারেও যায় না|
নারী ও পুরুষ হলে পাশাপাশি
কামনায় জাগে ভালবাসাবাসি|


আকর্ষণকে যায় না ঠেকানো
বাঁধলেও ছোটে, চুম্বক যেন
ছোট বড় জ্ঞান যায় দূরে সরে
কে তখন ভাবে, কি আগে কি পরে!


তখন তো সব খাবারেই স্বাদ
ভাবনায় নেই কলহ বিবাদ
ভালবাসা খেলা তখন এ মনে
হয় নয়নের মনি আনমনে|


কেন নেই এই খেলায় যে জয়!
কোন অভিশাপে এ খেলায় লয়!
অবিরত কত প্রশ্নের ঝুড়ি  
ফোটাতে পারিনি জবাবের কুঁড়ি|


আমিও নিয়েছি খেলায় অংশ
বুঝতে পারিনি কি যে সারাংশ!
কিন্তু এ খেলা থাকবে ধরায়
সবাই খেলবে আসলে সময়|