নীল না থাকলে লালটাই দাও
তাও না থাকলে, কিছু হাসি দাও
এবার কীসের বাহানা বানাবে!
বলবেই নাকি 'হাসি নেই, যাও'!


হাসি নেই, তুমি বলতেই পারো
এতে অপরাধ হবে না তো বড়
তোমার হাসির পাত্র কি খালি!
সহজেই গড়া যায়, কিছু গড়|


'দেওয়া' শব্দটা তুমি রেগে যাও
কত কিছু বল, কত যে শোনাও!
দেবে কি দেবে না, তোমার ব্যাপার
রাগ ভরা কথা সহজেই দাও|


কেউ খুশী নয় তোমার কথায়
রাগ ভরা কথা কলহ বাড়ায়
হাসিতে তোমার কিসের বিরাগ!
বিরাগ নিয়ে তো চুপ থাকা যায়|


দ্যাখোনা আমাকে, নই কেউকেটা
তোমারই মতন, খুব সাদামাটা
ব্যয় সামলাতে আয় হয় কম
কিন্তু হাসিতে পড়েনিতো ভাটা|


নয় লাল নীল ছোট্ট বৃহদ
নয় প্রচুর এর বড় এক হ্রদ
দেওয়ার জন্য ইচ্ছাই ঢের
নেই কি তোমার এই সম্পদ!


জিনিসের রঙ, সে তো শুধু রঙ
জীবনটাইতো রঙে অনুপম
হাসি দিলে কিছু হারাবে না তুমি
দেয়া আর নেয়া হয় না চরম|


অনেকেই করে অপাত্রে দান
দাতা হয়ে তারা কেনে সন্মান
দিতে যদি হয় দাও গরীবকে
কিছু না থাকলে, মনোবল দাও|