//কবিতায় নির্ঘণ্ট//


তিন ঘন্টায় একটি প্রহর
অষ্ট প্রহরে একটি দিন
সাতটি দিনে হয় সপ্তাহ
তিরিশ দিনে মাস বিলীন।


সোম মঙ্গল বুধ ও গুরু
শুক্র শনি রবিবার
বারো মাসে একটি বছর
ছয়টি ঋতু মধ্যে তার।


বৈশাখ আর জৈষ্ঠে গ্রীষ্ম
আষাঢ় শ্রাবণ বর্ষাকাল
ভাদ্র আশ্বিন শরৎ আনে
পুজোর হাওয়ায় সব মাতাল।


কার্তিক ও অগ্রহায়ণ
হেমন্তেরই গায় যে গীত
পৌষ ও মাঘে ঠান্ডা বাতাস
এইরে বুঝি আসলো শীত।


ফাল্গুন পরে চৈত্র আসে
এবার হবে বছর পার
খুশীর হাওয়ায় মাতল ভূবন
রূপে বসন্তের বাহার।


সুবীর সেনগুপ্ত