বাতাসের সাথে খেলবই বারবার
আকাশের বুকে কাশ বনেও তো খেলব
ভুবনের বনে লুকোচুরি খেলা খেলে
তোমার আঁচলে মুখ গুঁজে আমি চলব|


আগুনের গুণ চাইবই আমি পেতে
পাহাড়ের গায়ে পাড় ধরে ধরে হাঁটব
ফাগুনের ফাগে রাঙিয়ে দিয়েই মন
তোমার শরীরে ডুব দিয়ে আমি মাতব|


তপনের পণ এ  রাখবই আমি বিশ্বাস
স্বপনের পণ দূরে রেখে পথ ঘাটব
কর্মের কর এ মন দিয়ে গান ধরে
তোমার পরানে যে পণ সেটাই ধরব|


সাগরের সার চাইবই আমি বুঝতে  
বলাকার বলা না শুনেই পথ ধরব
ঊর্মিমালার মালাগুলো করে আলিঙ্গন
কল্পলোকের কল্পনাতেই থাকব|