//কোমল জ্যোৎস্না বিষাদ তাড়ায়//


আজ চন্দ্রমা বিষাদ মেখেছে
তা নিয়ে কী কেউ করছে ভাবনা!
ভাববেই কেন! এটাই নিয়ম
এ নয় প্রথম এমন ঘটনা।


বিষাদ মেখেই চন্দ্রমা কালো
দিচ্ছে না তাই জ্যোৎস্না কিরণ
কেন যে বিষাদ! না হলে কি নয়!
এ বিষাদ হবে, কারণ তপন।


চন্দ্রমা দেয় কোমল কিরণ
এ আলো কি তার নিজের সৃষ্টি!
চন্দ্রমা অসহায়, তা তো জানি
তপন কিরণে জ্যোৎস্না বৃষ্টি।


চন্দ্রোমার যে আলো, তা কী ঋণ!
তা যে নয়, এ তো সকলেই মানি
না চেয়েই পায় চন্দ্রমা আলো
বিলিয়েও দেয়, নয় অভিমানী।


মহাকাশ বাগে চন্দ্রমা ফুল
সেই ফুল দেখে জাগে কল্পনা
কত রূপে দেখা দেয় দৃষ্টিতে
পূর্ণিমা এলে কোমল জ্যোৎস্না।


চন্দ্রমা ঐ আকাশের বুকে
থাকে সর্বদা, দেখি শুধু রাতে
অমাবস্যার কালোতে বিষাদ
আমাদের মন সেই ভাবনাতে।


সুবীর সেনগুপ্ত