//কথা অবর্জনীয়//


কথা ঠিক কথা ভুল
কথা উড়ে যাওয়া ধূল
উড়ে উড়ে দূরে গেলে
আর নেই ঠিক ভুল।


সজ্ঞানে বলা কথা
ভাঙ্গবেই নীরবতা
অজ্ঞানে বললেই
ছেঁদো হয়ে যায় কথা।


কথা অবর্জনীয়
প্রয়োজনে বলে দিও
নইলে থাকাই চুপ
এ ছাড়া কী করণীয়!


কথা ধন কথা মন
ভাব এর উপকরণ
কথাহীন জীবনের
নেই ধরণ ধারণ।


কথা সুখ কথা খুশী
কথা তান রাশি রাশি
কথা নেই সব ফাঁকা
হয়ে যাই ভ্যাবাচ্যাকা।


কথা জনতার ভীড়ে
শুধুই শব্দ শিরে
কথা হলে আলোচনা
শুনে শুনে মানে জানা।


কথা বেশী মৌখিক
অনেক আক্ষরিক
ধরণ সে যাই হোক
অপরিহার্য ঠিক।


কথা লাল কথা নীল
কথা শব্দের খিল
ঢাল হয়ে যায় কথা
আর বেঁচে যায় মাথা।


কী যে নয় কথা, ভাবি
মনোরম কথা ছবি
কথা ভালো সহচর
হলেই পায় আদর।


সুবীর সেনগুপ্ত