//কথা সাথে কথা দূরে//


শুনতে না পাই যদি
ঢুকল না কানে কথা
বলা নিষ্প্রয়োজন
থাকেও না মাথাব্যথা।


কথা কানে এসে গেল
ভাবনাও শুরু হলো
কম বেশী যাই হোক
এ কী দরকার ছিল!


কথা ছোটে কথা ভাসে
তোমার আমার পাশে
ধরতে কি হবে নাকি!
না ধরেও কানে বসে।


না জাগলে কথা নেই
ঘুমালে শ্রবণ নেই
চেতনাহীনের কথা
নেই অর্থ নেই খেই।


কথা সাথে কথা দূরে
কথা দ্রুত কথা ধীরে
কথা টানে ক্ষণে ক্ষণে
কথা চড়ে বসে ঘাড়ে।


মাঝিদের গানে কথা
ভেঙে ফেলে নীরবতা
বিধাতা যখন দাতা
দৈববাণীতে কথা।


অবিশ্বাস্য কথা
গুজবের প্রবণতা
বলব বলেই কথা
নিশ্চিত থাকে শ্রোতা।


এক থেকে দুই কথা
ক্রমে ক্রমে বাড়ে কথা
কত সংখ্যাতে শেষ!
জানব, শেষ হলে কথা।


কথা কি থামতে পারে!
মনে সন্দেহ ঘোরে
বিলুপ্ত হলে প্রাণ
কথা নেই চরাচরে।


সুবীর সেনগুপ্ত