//কথার কথা//


সে তো ছিল সব কথার কথাই
সবাই যেমন বলতে থাকেই
আমিও বলেছি, মান্যতা দিতে পারিনি
কিন্তু কারোর ক্ষতিও তো আমি করিনি।


সব সময় কী ভেবে বলা যায়!
কথার উপর কথা এসে যায়
এই স্বভাবের থেকে নেই কেউ বাদ
তাই তো বলছি এ তো নয় অপরাধ।


অপরাধ নয়, মেনে যদি চলি
অপ্রকৃতস্থ কথাগুলো বলি
ক্ষমার যোগ্য কিছুতেই হতে পারে না
কথার আঘাতে ঘায়েল করাও যায় না।


কথার কথা কী তবে থাকবে না!
থাকবে, কিন্তু ফালতু হবে না
যাই বলি আমি, নিতে হবে তার দায়
এর প্রতিবাদ করা হবে অন্যায়।


কথার কথা কী খুব দরকারী!
বলা মুশকিল খুব তাড়াতাড়ি
কথার কথাও কখনো যোগায় প্রেরণা
আগে জানছি না, পরেই তো হয় জানা।


কথার কথায় না গেলেই ভালো
কথার কথাতে দায় হলো কালো
কালো দায় নিয়ে চলার পথ কী মসৃণ!
তা হতে পারে না, এই নির্ণয়ে আশা ক্ষীণ।


কথার কথাতে আমি ডুববো না
অযাচিত কথাগুলো বলব না
কথা যা বলব, জেনে শুনে আমি বলব
প্ররোচনা দূরে রেখে আমি কথা বলব।


সুবীর সেনগুপ্ত