//লাগবে না কাজে জানা ইতিহাস//


চোখে চোখ রেখে বলতে পারলে
এসো মম পাশে সহজে
বলে যাও কথা ইচ্ছামতনই
শুনে যাব আমি গরজে।


বলছি না আমি, প্রয়োজন নেই
শুনব তা কথা দিয়েছি
শুনছিও আমি চোখে চোখ রেখে
বুঝতে চেষ্টা করেছি।


পরিচয় ছিল, এ কথা সত্য
তাই যোগাযোগ করেছ
উন্মুক্ত মনে কথা বলে গেছি
তুমিও বুঝতে পেরেছ।


পাশে এসে তুমি যা যা বলে গেলে
দৃষ্টিতে নিয়ে বিশ্বাস
শুনতে শুনতে কেন মনে হলো
এ তো সব জানা ইতিহাস।


জীবন তাপের বিভিন্ন স্তর
স্তর শীতলেরও সময়ে
শোনা কথাগুলো কোন স্তরে রাখি
গভীর ভাবনা তা নিয়ে।


করব না আমি আজকে বিচার
করলে তা হবে অন্যায়
বলতে হবেই, তাই তো চাইছি
সময়, কিছু সময়।


আজকে এসেছ শুধু শুনতেই
শোনাবই, আমি শোনাব
বলবার আগে বলে দিতে চাই
সত্যই আমি বলব।


ভুলিনি তোমাকে, এখনো ভুলিনি
তুমিও রেখেছ মনে
স্বাভাবিক এই ব্যবহার নিয়ে
তর্ক চলে না তপনে।


ভাঙ্গা আর গড়া, ভাঙ্গা আর গড়া
চলতে কী পারে, বলো তো!
এর জবাবটা যদি দিতে পারো
সব বুঝে যাবে হয়ত।


ভাঙ্গন হয়েছে, মেনে নিতে হবে
ভাঙ্গন হয়েছে বারবার
মন থেকে যদি মেনে নাও, তবে
দুঃখ হবে অসার।


আবার আসতে চাও যদি পাশে
আসতেই পারো তুমি
তবে কথা বোলো বন্ধুর মতো
হব বন্ধুও আমি।


সুবীর সেনগুপ্ত