//মান বুঝতে কী লাগে অভিধান!//


মান নিয়ে খেলা
খেলাই যায় না কোনোমতে
মান জীবনের
প্রতীক হয়েই থাকে সাথে।


মান আমাদের
কম-বেশী যাই হোক মূল্যবান
মান এর বৃদ্ধি
হতে পারে, নয় অনুমান।


মান দিলে পরে
পাওয়া যায় মান, নির্ভুল
সংখ্যাতে মান
বসাতে চাইলে, নেই কূল।


মান কী আসন
যার উপরে বসে পাই মান!
মান কী সাধন
উপরে ওঠার এক যান!


মান গড়ে ওঠে
দুরূহ এক কাজ করে
মান কমে যায়
দুর্নীতি ভরা কাজ ধরে।


মানই সন্মান
বুঝতে লাগে না অভিধান
মান হারালেই
সে স্থান পূরণে অপমান।


মান সকলের
এতে নেই কোনো সন্দেহ
মান দিতে হবে
থাকাই উচিৎ আগ্রহ।


যাঁর বেশী মান
সেই কী পায় প্রতিষ্ঠা!
হয়ত বা তাই
দেখতেই হবে শেষটা।


মান তো নিজের
নিজেকেই দেওয়া মান
সেই মান হলো
সবচেয়ে উত্তম মান।


সুবীর সেনগুপ্ত