//মন এবং রঙ//


মন লাল হলো, নীল ছুটে এলো
ঢুকতে চাইল মননে
হলুদ সবুজ বাদ থাকলো না
দাঁড়িয়ে পড়ল লাইনে।


সবুজ মনের কথা শুনে থাকি
শুনিনি হলুদ নীল
বাধা কেন আসে ঢুকতেই মনে!
কে আটকেছে খিল!


মানুষ গড়েনি প্রকৃতিতে রঙ
কেবল নিয়েছে অবাধে
নিয়েছে, কারণ প্রকৃতি উদার
এ তো নয় শুধু প্রবাদে।


রঙীন মনের অধিকারী হয়ে
মানুষ রাঙায় মন
রঙ ব্যবহারে, ভাবনাসমূহ
মানুষের প্রিয়জন।


পেয়ে পেয়ে রঙ, মানুষ দিয়েছে
রঙ এর নানান অর্থ
প্রতিটি অর্থ হয়েছে ধ্রুবক
আসেনা সামনে শর্ত।


কোনো রঙ বিপদের সংকেত
আর কোনো রঙ শান্তি
ধর্মের সাথে বিভিন্ন রঙ
খাদ্যের রঙে ভ্রান্তি।


সবুজ আসছে, মনে আনন্দ
সেটাই জ্ঞানের মধ্যে
তেমন হয়নি নীল আর হলুদ
কিছু তো আছে বরাদ্দে!


সুবীর সেনগুপ্ত