//মন কেন ভুল করে না-দেখার ভাবনাতে//


পোড়া পোড়া গন্ধ, ধুঁয়ো কই ধুঁয়ো কই
খুঁজেই পাই না ধুঁয়ো, তবে কি মনের ভুল!
হয়ত বা তাই, গন্ধ ও ধুঁয়ো থেকে দূরে যাই!


মন কেন ভুল করে না-দেখার ভাবনাতে!
বুঝতে পেরেই ভুল, চলে আসে বাস্তবে
কে জানে কী কারণে এরকম ঘটে!


না-দেখার ভাবনা ছেড়ে, মন কি থাকতে পারে!
বোধহয় পারে না, আর সেটাই তো অনুমান
অনুমান বলি কেন, তাই হয় বারেবারে|


ভাবনা মানেই মন, এই জ্ঞানে সমৃদ্ধ
মন দিয়ে দেখিনা, তাও আছে জ্ঞানে
মন দিয়ে ভাবি তা কী হয়ে গেছে সিদ্ধ!


চোখ দিয়ে দেখা আর কান দিয়ে শোনা
এতে কোনো প্রশ্নের অবকাশ নেই
প্রশ্ন তো মন নিয়ে সাথে ভাবনা|


চোখ নাক মুখ কান সহজ সরল
অবস্থান ও কাজ সবই নিশ্চিত
প্রত্যেক মন এক ধাঁধাঁয় অটল|


চেতনা বা চিত্ত, মনের বিকল্প
বিকল্প, তা কী শুধু নামে নাকি!
নাকি ব্যবহৃত হয়ে গড়ে ওঠে গল্প!


যা দেখিনি যা শুনিনি, মন জেনে যায়
সাথে সাথে দিতে থাকে নির্দেশ
জীবন বিপদে পড়ে ঘাবড়ায়|


জলবৎ রূপে মন ঘন ঘন বদলায়
যে শরীরে থাকে, তাকেই ধোঁকা দেয়
শাসন করার কোনো নেই যে উপায়|


বদলে কী যাক সব মনের স্বরূপ!
চাই বা না-চাই এ তো হবে না
এর থেকে ভালো হয়ে যাই চুপ|


সুবীর সেনগুপ্ত