বুদ্ধিটা কম, তাই বোদ্ধা বলে না কেউ
শত শত কাজ দেয়, তখন থামেনা কেউ|


এটা করি ওটা করি, কি না করি জানিনা তো
সব কাজ শেষ করি, যা দেয় সময় মত|


কাজ আসে, সাথে আসে, উপহাস ভরা কথা
বলে আমি উজবুক, শুনে শুনে ভরে মাথা|


এ বাড়ীতে আমি দাস, নেই কোনো অধিকার
যত কাজ করি আমি, সবের হয় বিচার|


কাজ ছাড়া আর কিছু, করার কিছুই নেই
সকাল থেকেই কাজ, মাঝ রাতে ছুটি পাই|


শহরে কাজের ধারা, গ্রামের মতন নয়
করে করে বুঝে গেছি, অনায়াসে হয়ে যায়|


এ বাড়ীতে ছয়জন, সবচেয়ে ছোট দশ
আছেন বৃদ্ধ দাদু, জানিনা কত বয়স|


ভোরবেলা থেকে ডাক, এ ঘর সে ঘর থেকে
দুটি হাতে করে যাই, মাথায় কিছু না থাকে|


দিন যায় মাস যায়, পেরিয়ে যায় বছর
বদলায় সব কিছু, শুধুই নয় চাকর|


নতূন নতূন কাজ, তাও শিখে করে যাই
আজও আমি উজবুক, সেটাই শুনতে পাই|


প্রায় পুরো জীবনটা, এ বাড়ীতে কাটল
ভাবলে দুঃখ পাই, এ জীবন কি যে পেল!


বয়স মাথায় নেই, তবে বুঝি অনুভবে
সময় আসছে কাছে, এ শরীর শেষ হবে|


এই বাড়ী নির্ভর, চাকরের উপরেই  
সবাই ভাবছে, যেন এ ভাবেই চলবেই|


এ জীবন শেষ হলে, তখন বাড়বে মান
উজবুক বলবে না, মৃত হয়ে সন্মান|