দিনের কি আর থাকেই দম্ভ
রাতের হয় কি বিম্ব!
যা হয় না তাই, নিয়ে কথা কেন!
করোনা কাজ আরম্ভ|


ফুল সুন্দর, তাই বলেই কি
দেখব না আমি ঝোপঝাড়!
দৃষ্টির মাঝে, আনছই কেন
ভেদ বিভেদের ভান্ডার!


প্রাণ চঞ্চল, যার হয় হোক না
অনেক জীবন শান্ত
প্রতিটি প্রাণের ভাবনা ভিন্ন
ভাবনারও নেই প্রান্ত|


মাটি উর্ব্বর, হয় না কখনো
তা বলে কি চাষ হবে না!
কাজ করলেই, হতে পারে ফল
না করে আশাও হবে না|


দান গম্ভীর করছই কেন!
পাওয়ায় দাও আনন্দ
মনেই করোনা, দেওয়া সাধারণ
দেওয়াও হবে না বন্ধ|


সুর ছন্দের, হওয়া স্বাভাবিক
কথায় কি সুর খুঁজবে!
গান কি করেই হবে মন্দির!
অবুঝ কি সেটা বুঝবে!


দূর কাছে নয়, বলা কি উচিত!
জেনেও সেই দূরত্ব
মন সুন্দর, রাখলে জানবে
দূরত্ব নয় তথ্য|


তাপ কি পাপের ভাগী হয় নাকি!
পুণ্য কি হয় তাপ!
নির্ভরশীল, নয় পাপ পুণ্য
করাও যায় না মাফ|


প্রাণের ঠিকানা, সব অস্থায়ী
মৃত্যুরও নেই ঠিকানা
জাতিস্মরের প্রমান পাই যে
এ সব চিন্তা যাতনা|